সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৫, ২০২০
১১:৩৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০১:৫৭ অপরাহ্ন
-ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার জন্য ত্রাণের সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার৷ এজন্য প্রতিটি পরিবারের কার্ড করা হবে, যাতে সবার কাছে খাবার পৌঁছে দেওয়া যায়।’
আজ বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভান্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন শেখ হাসিনা৷
যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্য অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন। তারা মানুষকে কোন সাহায্য করছে না। তাদের বলবো, কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন।’
প্রধানমন্ত্রী বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, তারা যেন ভীড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন।
প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে আবারো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে যেন সবার ঘরে ঘরে খাবার পৌছে দেয়া যায়। করোনা ভাইরাসের এই দু:সময় পার করে সকলেই যেন স্বাভাবিক ভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার৷ ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পায়; সেই সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা৷
এএফ/০৮