গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের ত্রাণ প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ১৬, ২০২০
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
১০:৪০ অপরাহ্ন



গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের ত্রাণ প্রদান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বমানের পাঁচ তারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পক্ষ থেকে করোনাভাইরাসের দুর্যোগে দুস্থদের সেবায় ২৪ টন চাল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ও আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ফারুক রহমান মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নিকট ১২ টন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নিকট ৪ টন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস ছালেকের নিকট ৪ টন ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নিকট ৪ টন চাল হস্তান্তর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ বাংলাদেশের প্রথম সারির পাঁচ তারকা রিসোর্ট হিসেবে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে।

 

পিআর/আরআর