মৌলভীবাজারে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা নির্ণয় করছে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন



মৌলভীবাজারে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা নির্ণয় করছে পুলিশ

করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি হাট-বাজার ও জেলার প্রবেশপথে ৫টি চেকপোস্টে থার্মাল স্ক্যানার দিয়ে সাধারণ মানুষের তাপমাত্রা নির্ণয় কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে থার্মাল স্ক্যানার দিয়ে কাঁচা বাজারে বাজারে আসা লোকজনের শরীরের তাপমাত্রা মাপার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর, কাউন্সিলর জালাল আহমদ, টিআই (এডমিন) মোহাম্মদ উল্যাহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। 

এদিন বাজারে কেনাকাটা করতে আসা লোকজনের শরীরের তাপমাত্রা মাপা হয়। যাদের শরীরে একটু বেশি তাপমাত্রা দেখা গেছে, তাদের বেশি করে পানি পান করার পরামর্শ দেওয়া হয়। 

পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, সংসদ সদস্যসহ সকলের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পরীক্ষামূলক পশ্চিমবাজারের কাঁচামালের বাজারটি রাস্তায় নিয়ে আসা হয়েছে। যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন কেনাকাটা করতে পারেন।

পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, করোনা প্রতিরোধে জেলা পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে জনসমাগম এলাকায় মানুষের তাপমাত্রা নির্ণয় কার্যক্রম একটি। হাট-বাজার, ৭টি থানা এবং জেলার ৫টি চেকপোস্টে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে সাধারণ মানুষের তাপমাত্রা পরীক্ষা করবে পুলিশ। সন্দেহভাজন কেউ পাওয়া গেলে নিকটস্থ হাসপাতালে পাঠানো হবে। এই কার্যক্রম চলমান থাকবে।

 

এসএইচ/আরআর