গণমাধ্যমে কথা বলতে মানা নার্সদের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন



গণমাধ্যমে কথা বলতে মানা নার্সদের

-প্রতীকি ছবি

করোনাভাইরাসের কারণে দেশ এখন এক সংকটময় সময় পার করছে। এ রকম সময় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্তব্যরত নার্সদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। 

গত বুধবার (১৫ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা, কর্মচারীকে চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনও গণমাধ্যমের সঙ্গে কোনও প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করতে নির্দেশ দেওয়া হলো।’

করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধা‌রিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খাবার সঙ্কটের কথা নার্সের মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে শুক্রবার এই নির্দেশনা এল।

 

এনএইচ-০৩/এএফ-০৯