দে‌শে আরও ৩১২ আক্রান্ত, মৃত্যু ৭ জ‌নের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৯, ২০২০
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১০:০১ অপরাহ্ন



দে‌শে আরও ৩১২ আক্রান্ত, মৃত্যু ৭ জ‌নের

-ফাইল ছ‌বি

দেশে গত ২৪ ঘন্টায় নতুন ক‌রে ৩১২ জ‌নের দে‌হে ক‌রোনাভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে। এসময় মারা গে‌ছেন ৭ জন। সুস্থ হ‌য়ে‌ছেন ৯ জন। গতকাল শনিবার ৯ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩০৬ জনের।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৯১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে জানা‌নো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।

করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'পরীক্ষা সংখা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। তার মধ্যে দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। নতুন করে কয়েকটি সরকারি হাসপাতালকেও প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভাগী শহরে করোনার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, জেলা শহরগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।'

এই সময় বুলেটিনে যুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১২ জনের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। তাদের ভেতরে ঢাকার রয়েছে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ বাকি ২৫ শতাংশ সারাদেশের।

এদিকে বুলেটিনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের মধ্যে তিন জন ঢাকার এবং চার জন নারায়ণগঞ্জের।

এএফ/০৯