আনসারীর জানাজায় অংশ নেওয়ায় মাদরাসা শিক্ষকরা কোয়ারেন্টিনে

মাধবপুর প্রতিনিধি


এপ্রিল ২০, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন



আনসারীর জানাজায় অংশ নেওয়ায় মাদরাসা শিক্ষকরা কোয়ারেন্টিনে

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ব্রাম্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেওয়াদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে  মাঠে নেমেছে মাধবপুর উপজেলা প্রশাসন। 

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়ায় এলাকার জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদরাসার ৪ শিক্ষকের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। ওই মাদ্রাসার ৪জন শিক্ষক আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর জানাযায় অংশ গ্রহণ করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বিকেল ৪ টার দিকে ৪ মাদরাসা শিক্ষকের বাসায় গিয়ে তাদের ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টিন মেনে চলতে নির্দেশ দেন।

করোনা বিস্তারের প্রেক্ষিতে ১৬ এপ্রিল গোটা দেশকে ঝুকিপূর্ণ ঘোষনা দেওয়ার পরও জুবায়ের আহমেদ আনসারীর জানাজায়া প্রায় লক্ষাধীক মানুষ অংশ গ্রহণ করেন। মাধবপুর উপজেলা থেকে শতশত লোক উক্ত জানাযায় অংশ নেয়। এতে মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়ের মাধবপুর সীমান্ত আগে থেকেই একটি চেকপোষ্ট বসানো ছিল। পুলিশ সুপারের নির্দেশে চেকপোষ্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কোন যাত্রীবাহী ছোট বড় গাড়ী প্রবেশ বাহির হতে দেয়নি। আনসারী হুজুরের জানাযার দিন পুলিশ চেকপোষ্টে কঠোর অবস্থানে ছিল। 

মাধবপুর সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া বলেন, ওই দিন মহাসড়কে কঠোর নজরদারী ছিল। ব্রাম্মণবাড়িয়ার কোন যাএীবাহী গাড়ি চেক পোষ্ট পার হতে দেয়া হয়নি। বিকল্প পথে আনসারী হুজুরের জানাযায় মাধবপুর উপজেলা সদরসহ অনেক এলাকা থেকে কয়েকশ ভক্ত, অনুসারী অংশ নেন।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আয়েশা আক্তার জানান, কারা এ জানাযায় অংশ নিয়েছিলেন তা খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  মাধবপুর উপজেলা প্রশাসন  করোনা সংক্রমণের ঝুকি এড়াতে কাজ করছে। জানাযায় অংশ নেওয়া সকলের হোম কোয়ারেন্টিন নিশ্চত করা হবে। ইতিমধ্যে শ্যামলীপাড়ার মহিলা মাদরাসার শিক্ষকদের হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএ-০৬