মৌলভীবাজারে ৫০ কেজির বাঘাইড় মাছ!

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৯:৫১ অপরাহ্ন



মৌলভীবাজারে ৫০ কেজির বাঘাইড় মাছ!

 

মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছের আড়ৎ থেকে একজন মাছটি ৩৫ হাজার টাকায় কিনেছেন। এ খবর জানাজানি হলে উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হামরকোণা গ্রামের জুয়েল ও তার সহযোগীরা মাছ ধরতে যান কুশিয়ারা নদীতে। সকালে সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা ব্রিজের কাছে তারা বেড়জাল ফেলেন। তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি। 

এরপর জেলেরা মাছটি সদর উপজেলার শেরপুর পরবেশ মিয়ার আড়তে বিক্রির জন্য নিয়ে যান। উৎসুক জনতার উপস্থিতিতে নিলামে শরাফপুর গ্রামের মৎস্যজীবী ফজলু মিয়া ৩৫ হাজার টাকায় মাছটি কেনেন। 

ফজলু মিয়া বলেন, ‘এত বড় মাছ কেউ একা কিনতে পারেননি। তাই মাছ কেটে কেজি দরে স্থানীয় সরকারবাজার এলাকায় বিক্রি করেছি।’

এনপি-০৮/বিএ-০২