রাজনগরে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

রাজনগর প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন



রাজনগরে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

করোনাভাইরাসের প্রভাবে বাইরে থেকে ধান কাটার শ্রমিক না আসায় কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না। আবার আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় অতিবৃষ্টিতে ফসল হারানোর শঙ্কায় রয়েছেন কৃষকরা। সময়মতো ফসল তুলতে না পারলে বড় ধরণের ক্ষতির মুখে পড়বেন স্থানীয় বোরো চাষীরা। অন্যান্য বছর ধানের বিনিময়ে শ্রমিক পাওয়া গেলেও এ বছর তাও পাচ্ছেন না অনেকে।

উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বাগেশ্বর গ্রামের রহমত আলী ছিলেন এমন সংকটে। একই ইউনিয়নের আমীরপুর এলাকার হাওর কাওয়াদিঘি অংশে ৬৩ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন তিনি। শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলতে পারছিলেন না।

বিষয়টি জানতে পারেন মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগের নেতারা। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে ওই কৃষককে মোবাইল ফোনে উপজেলা যুবলীগের এক নেতা জানান, বিনা পারিশ্রমিকে তার জমির ধান কেটে দেবে যুবলীগ। সেই কথা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাম্মাদ, রাজনগর উপজেলা যুবলীগ নেতা আকতার মিয়া, রমজান মিয়া, শাওন আহমদসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

বোরো চাষী রহমত আলী বলেন, এবার খরায় ধান কম হয়েছে। যা কিছু হয়েছে শ্রমিক সংকটের কারণে তাও হারাতে বসেছিলাম। রাতে যুবলীগের একজন ফোনে জানান, তারা আমার ধান কেটে দেবেন। সকালে তারা এসে ধান কেটে দিয়েছেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি বলেন, আমরা জানতে পারি কৃষক রহমত আলী শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছিলেন না। তাই উপজেলা সভাপতিসহ আমরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষকদের জন্য আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

 

এফএইচ/আরআর