রাজনগরে ত্রাণ পেল ১০০ পরিবার

রাজনগর প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন



রাজনগরে ত্রাণ পেল ১০০ পরিবার

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একশ পরিবারকে করোনা দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আফজাল রকির তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজনগর টেংরাবাজার সংলগ্ন শাপলা মঞ্জিলে এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিল চাল, আলু, ডাল, পেঁয়াজ, লবণ ও তেল। এগুলো দিয়ে প্যাকেট তৈরি করে ১০০ জন লোককে প্রথম ধাপে এই সহায়তা প্রদান করা হয়। এতে আর্থিক সহায়তা করেছে আল-আমানাহ ফাউন্ডেশন ইউকে।

এছাড়াও উক্ত কার্যক্রমে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেছেন সামছুল হক চৌধুরী (যুক্তরাজ্য), শরীফ উল্লাহ (কানাডা), আহমেদ জয় (কানাডা) ও কামনাশীষ দেব (কানাডা)।

তত্ত্বাবধায়ক আফজাল রকি বলেন, এটা প্রথম ধাপের সহায়তা। এই সহায়তা অব্যাহত থাকবে। আমি আল-আমানাহ ফাউন্ডেশন ইউকে'র কাছে সত্যিই কৃতজ্ঞ আর প্রবাসীদের কাছে ঋণী। আশা করি তাদের সহায়তা অব্যাহত থাকবে।

 

এফএইচ/আরআর