শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২০
০৯:৫৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৯:৫৯ অপরাহ্ন



শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথম এক ব্যক্তি করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। ২৬ বছর বয়সী ওই তরুণ এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় কর্মরত। তিনি শ্রীমঙ্গল পৌরশহরের মৌলভীবাজার সড়কে একটি তিন তলামেস বাড়িতে থাকেন।

নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টায় শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এএসপি সার্কেল (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আশরাফুজ্জামান আশিক এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী পুলিশ ফোর্স নিয়ে ওই মেস বাড়িতে যান। তারা ওই বাড়িসহ সামনের আরও একটি তিনতলা ভবন লকডাউন করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গত ১৩ এপ্রিল ওই ব্যক্তি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। গত ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার সামান্য জ্বর ছিল। শুক্রবার রাতে তার রিপোর্ট আমাদের হাতে আসে। তিনি করোনা পজিটিভ। তাকে ওই ভবনে আইসোলেটেড করা হয়েছে। তবে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।

 

জিকে/আরআর