বড়লেখার কাশেমনগর গ্রাম লকডাউন

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ২৬, ২০২০
০৪:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৪:১৬ অপরাহ্ন



বড়লেখার কাশেমনগর গ্রাম লকডাউন

বড়লেখার কাশেমনগর গ্রামে প্রশাসনের কর্মকর্তারা

মৌলভীবাজারের বড়লেখায় করোনা আক্রান্ত  প্রথম রোগী শনাক্ত হওয়ার পর উপজেলার কাশেমনগর গ্রাম লকডাউন করা হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজেটিভ হওয়ার পর রাত দেড়টার দিকে ওই গ্রাম লকডাউন (অবরুদ্ধ) করে উপজেলা প্রশাসন।

আক্রান্ত ওই ব্যক্তি পুরুষ। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ
হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন। তিনি সমনভাগ এলাকায় ছোলা ও পেয়াজু বিক্রি করতেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস গতকাল শনিবার রাতে জানান, ওই ব্যক্তি গত ২০ এপ্রিল  জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে।  ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কেউ করোনা আক্রান্ত কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানানকাশেমনগর গ্রাম লকডাউন করা হয়েছে। এখন এই গ্রামে কেউ যেতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না।

এনপি-০২