শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
১৫০ টাকার আদা ২৫০ টাকা দামে বিক্রয় করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এর গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন। এ সময় র্যাব-৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থিতিতে আশপাশের ব্যবসায়ীদের উদ্দেশে র্যাব-৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। ব্যবসায়ীদের অনেক সুযোগ আছে ন্যায্যমূল্য ঠিক রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা মোটেও ঠিক না এবং এটা কেউ সহ্য করবে না।
জিকে/আরআর