মৌলভীবাজার প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৩:২৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা পুলিশ এই প্রথমবারের মতো পুলিশ সদস্যদের মধ্যে ফেইস সিল্ড (মাস্ক) বিতরণ করেছে। জেলার পুলিশ সুপার ফারুক আহমদ এগুলো বিতরণ করেন।
আজ রবিবার (২৬ এপ্রিল) দূপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের জন্য ১ হাজার ২শ ফেইস সিল্ড (মাস্ক) তুলে দেওয়া হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হেসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
এসএইচ/আরআর