বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২০
০১:০৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০১:০৮ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার বড়লেখায় এবার এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দুইজন হলো।
রোববার (২৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলায় শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে বড়লেখার ওই নারীর করোনা পজিটিভ আসে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত নারীর বাসা বড়লেখা পৌর এলাকায়। তাঁর বাসা লকডাউন করা হবে।’
এর আগে গত শনিবার বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। আক্রান্ত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে। তিনি সমনভাগ চা বাগান বাজারে চা, ছোলা ও পিঁয়াজু বিক্রি করতেন।
এজেএল-০১/এএফ-০৩