মৌলভীবাজারে আরও ৬ জন করোনা আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৮:৪০ অপরাহ্ন



মৌলভীবাজারে আরও ৬ জন করোনা আক্রান্ত
মোট আক্রান্ত ১৩ জন

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন ।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ৬ জনই মৌলভীবাজারের। মৌলভীবাজারের ৬ জনের মধ্যে ৪ জন কুলাউড়ার, ১ জন বড়লেখা এবং ১ জন শ্রীমঙ্গল উপজেলার বলে জানা গেছে।

আইইডিসিআর, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ নিয়ে মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) ওসমানীর ল্যাব পরীক্ষায় বড়লেখার ১ জনের করোনা শনাক্ত হয়। ২৪ এপ্রিল রাজনগরের ১ জন এবং শ্রীমঙ্গল উপজেলার ১ জন (মোট ২ জন) আক্রান্ত হন। গত ২২ এপ্রিল কুলাউড়া উপজেলায় ২ জন করোনার আক্রান্ত হন।

গত ৪ এপ্রিল রাজনগর উপজেলার আকুয়া গ্রামে সানচু মিয়া নামে এক পান সিগারেটের দোকানদার করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি জেলার প্রথম করোনা রোগী।

গত ১৩ এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মফচ্ছিল আলী। তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মারা যাওয়ার পর তার দেহে করোনার উপস্থিতি মিলে নমুনা পরীক্ষায়। স্বাস্থ্য অধিদপ্তর তাকে মৌলভীবাজারের তালিকায় রেখেছে।

এসএইচ-০১/এনপি-০১