বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২০
১১:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট ও বুকব্যাথা নিয়ে মারা যাওয়া মৌলভীবাজারের বড়লেখার আব্দুল জব্বার (৪০) করোনা আক্রান্ত ছিলেন না। গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাঁর করোনা নেগেটিভ এসেছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বলেন, ‘আব্দুল জব্বারের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাঁর করোনা নেগেটিভ এসেছে।’
জানা গেছে, উপজেলার গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। দুদিন আগে তাঁর জ্বর ওঠে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও বুকব্যাথা বেড়ে গেলে গত বৃহস্পতিবার সকালে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে সেখান থেকে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা যান। পরে উপজেলা প্রশাসন তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি বাড়ি লকডাউন করে। ওইদিন রাতেই একটি স্বেচ্ছাসেবী দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে ধর্মীয় সব রীতিনীতি মেনে গোসল ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল জব্বারের মৃতদেহ দাফন করেন।
এজেডএল-০১/এনপি-০৯