কুলাউড়ায় নতুন ৪ জনের করোনা পজেটিভ

কুলাউড়া প্রতিনিধি


এপ্রিল ২৮, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন



কুলাউড়ায় নতুন ৪ জনের করোনা পজেটিভ

মৌলভীবাজা‌রের কুলাউড়ায় কোয়া‌রেন্টিনে থাকা ২৩ জন ব্য‌ক্তির ম‌ধ্যে নতুন ৪ জ‌নের কো‌ভিড-১৯ রি‌পোর্ট প‌জে‌টিভ ধরা পড়েছে। রবিবার (২৬ এপ্রিল) মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ গণমাধ্যম‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ এপ্রিল কুলাউড়ায় ২ জনের রি‌পো‌র্টে প‌জে‌টিভ ধরা পড়ায় এ‌ নি‌য়ে উপ‌জেলায় ক‌রোনা রোগী শনাক্ত হ‌লেন ৬ জন।

জানা যায়, গত ২২ এপ্রিল এক পু‌লিশ সদস্য এবং কা‌দিপুর ইউ‌নিয়‌নের ফ‌রিদপুর গ্রামের ৬০ বছ‌রের এক নারীর ক‌রোনা শনাক্ত হয়। পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় থানার ১৭ জন পুলিশ সদস্যকে এবং ওই নারীর পরিবারের ৬ সদস্যকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়া‌রেন্টিনে থাকা সক‌লের নমুনা সংগ্রহ ক‌রে সি‌লে‌টে পাঠা‌নো হয়।

‌একটি বিশেষ সূ‌ত্রে জানা গে‌ছে, কোয়া‌রেন্টিনে থাকা কুলাউড়ায় কর্মরত ১৭ জন পু‌লিশ সদস্যের ম‌ধ্যে ২ জন এবং আক্রান্ত ওই নারীর স্বামী ও তার প‌রিবা‌রের আরেকজ‌ন সদ‌স্যের ক‌রোনা প‌জে‌টিভ রি‌পোর্ট আসে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ কুলাউড়া থানার এক পুলিশ সদস্য (৩০) ও উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা এক নারীর (৬০) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠা‌য়। ২২ এপ্রিল রাত ১০টার দিকে সিলেট থেকে জানানো হয় ওই দু'জন করোনা পজিটিভ।

 

আরআর