জগন্নাথপুরে ত্রাণ পেলেন ধান কাটার শ্রমিকরা

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৯:৪৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৯:৪৮ অপরাহ্ন



জগন্নাথপুরে ত্রাণ পেলেন ধান কাটার শ্রমিকরা

'পেট ভরে ভাত খাব, দিনরাত ধান কাটব'- এই স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) জেলার অন্যতম বৃহৎ জগন্নাথপুরের নলুয়ার হাওরে ৪০০ জন শ্রমিকের প্রত্যেককে ৫ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম ও কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, ধান কাটলে ত্রাণ মিলবে- এমন কথা বলে জগন্নাথপুর উপজেলার হাওরগুলোতে শ্রমিক সংকট দূর করে পাকা ধান কাটতে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষকে আমরা ধান কাটার আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক কর্মহীন মানুষ ধান কাটতে হাওরে নামেন। আমরা তাদেরকে সরকারি বরাদ্দ থেকে ত্রাণ হিসেবে চাল দিচ্ছি।

জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে হাওরে কতজন স্থানীয় কৃষক, অন্য জেলা থেকে আগত কৃষি শ্রমিক, স্বেচ্ছাসেবক ও কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধান কাটছেন। তথ্য অনুযায়ী যারা ত্রাণ সুবিধা পাওয়ার কথা, তাদেরকে আমরা পর্যায়ক্রমে ত্রাণ দেব।

প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে ২০ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।

 

এএ/আরআর