জুড়ী প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২০
০৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৩:৪৭ পূর্বাহ্ন
সারাদেশে করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এবার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফ্রান্স প্রবাসী জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম-সম্পাদক ও তরুণ সমাজসেবক ক্রীড়ানুরাগী ব্যাক্তিত্ব ওবায়দুল ইসলাম রুহেল।
আজ সোমবার (২৭ এপ্রিল) তাঁর অর্থায়নে উপজেলায় বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
সারাদিন ২ নম্বর পুর্ব জুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে 'যুব সমাজ ২ নম্বর পূর্ব জুড়ী ইউপি'র উদ্যোগে ফ্রান্স প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেলের অর্থায়নে ৯০০টি পরিবারকে বিনামূল্যে সবজি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ২ নম্বর পূর্ব জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (বর্তমানে প্রবাসী) গিয়াস উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।
এইচআর/আরআর