সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৮, ২০২০
১১:২৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১১:২৮ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর, মুনিয়ার পাড়, শাহবাজপুর ও চালবন গ্রামের দেড় শতাধিক অসহায়, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রোটাবর্ষ ২০১৯-২০ এর ডিস্ট্রিকট ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান বদরুল আলম চৌধুরী।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীরের আহ্বানে প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুরডাল, ১ কেজি লবন ও ১টি তিব্বত বল সাবান দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার বদরুল আলম চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী চাচাতো ভাইবোন মোহাম্মদ শরীফ চৌধুরী, শামীম আরা চৌধূরী, আবু ফয়সাল চৌধূরী, ইলিয়াছুর রহমান চৌধূরী, আন্জুমান আরা চৌধুরী, আবু ফতেহ চৌধুরী, আবু ফয়েজ চৌধুরী ও ভাতিজা রোটারিয়ান মাহবুব আলম চৌধুরীর অর্থায়নে এবং রোটারি ক্লাব অব সিলেট গ্রিন, রোটারি ক্লাব অব সিলেট ওয়াটার লিলি গার্ডেনের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসা প্রবাসীরা বলেন, ‘করোনা ভাইরাস দেশে বিদেশে সারা দুনিয়ার মানুষকে আক্রান্ত করছে। এজন্য দেশের এই ক্রান্তিকালে প্রবাসীদের পক্ষে আগের মতো বড় পরিসরে সহযোগিতা করা কষ্টকর। তারপরও আমরা এলাকার কিছু অসহায় পরিবারের দুর্দিনে পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি।’
রোটারিয়ান পি পি বদরুল আলম চৌধুরী প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের জন্য কিছু করতে পারলে প্রবাসীরা খুশি হন। তারা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে সব সময় দেশের দারিদ্র মানুষ পাশে দাঁড়ান।’
এনপি-০৯