বড়লেখায় খাবার পেল করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারসহ ১১ পরিবার

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন



বড়লেখায় খাবার পেল করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারসহ ১১ পরিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর ওই এলাকা লকডাউন করেছে প্রশাসন। এতে ওই ব্যক্তির পরিবারসহ লকডাউনের কারণে এলাকার আরও ১১টি পরিবার কর্মহীন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি সংগঠন দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সংগঠনটি ওই ব্যক্তির পরিবারসহ ১১টি পরিবারকে একমাসের খাদ্য সহায়তা দিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পরিবারের নিকট খাবারগুলো পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, সবজি, মুরগি, মসলা, চিনি, চা পাতা প্রভৃতি। 

এ সময় উপস্থিত ছিলেন, বড়লেখা থানার এএসআই পিযুষ দাস, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষক বেলাল আহমদ, স্থানীয় ইউপি সদস্য ছওয়াব আলী প্রমুখ।

সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমাদ আহমদ জানান, লকডাউনের কারণে পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই পরিবাগুলোর অনেকে দিনমজুর। এই পরিস্থিতিতে পরিবারগুলো যাতে না খেয়ে না থাকে, সেজন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তাদেরকে আমরা একমাসের খাদ্য সহায়তা দিয়েছি।

তাদের এ সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তারা সমাজের বিত্তবানদের এসব মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এই পরিবারগুলোর পাশে দাড়াঁনোয় আমি দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের মতো সমাজের বিত্তবানদের উচিত এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।

 

এজে/আরআর