হাত খরচের টাকা নিয়ে অসহায়দের পাশে তারা

সাইফুল্লাহ হাসান


এপ্রিল ২৯, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন



হাত খরচের টাকা নিয়ে অসহায়দের পাশে তারা

ওরা বিভিন্ন কলেজ, ইউনির্ভাসিটিতে পড়ুয়া ছাত্র। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধের কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। মানুষজন এখন গৃহবন্দি। বন্দি দশা পেরিয়েছে ১ মাস। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সবাই কর্মহীন। ঘরে নেই খাবার। ফলে ঘরে ঘরে ক্ষুধার্ত মানুষের হাহাকার।

চারদিকের হাহাকার যুবকদের মনে নাড়া দেয়। তারা অসহায়দের পাশে দাঁড়াতে চান। কিন্তু বন্ধুবান্ধবসহ গ্রুপের ছোটবড় কেউ-ই তেমন স্বাবলম্বী নন। তবুও কিছু একটা করতে চান তারা। নিজেকে আড়াল করে রাখা ওইসব ক্ষুধার্ত মানুষের বাড়ি বাড়ি উপহার সামগ্রী নিয়ে হাজির হতে চান তারা।

বলছিলাম মৌলভীবাজার শহরের কয়েকজন যুবকের কথা। নিজেদের টিউশনির টাকা, পকেট খরচ, চাকরির বেতনের টাকা দিয়ে অসহায়দের সহযোগিতার উদ্যোগ নিয়েছেন তারা। 

মধ্যবিত্ত পরিবার যারা এই মহামারিতে লোকচুক্ষর ভয়ে ত্রাণ নিতে যান না- এই তরুণরা তাদের একটি গ্রুপের মাধ্যমে উপহারসরূপ ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সেই গ্রুপের নাম ডিস্ট্রয়ার্স। শহরের ছোটবড় ‘ভাই-ব্রাদার’ নিয়েই তাদের পথ চলা।

ডিস্ট্রয়ার্সের সিনিয়র কয়েকজন সদস্য ইমরান মাহমুদ ইপু, সৈয়দ সৌমিক, সৈয়দ দেলোয়ার, মুহাইমিন ফাহিম, রাফসান, নুরুল ইসলাম, রিমন আহমদ, সৈয়দ সিজান, সৈয়দ শিহাবসহ শহরের কয়েকজন তরুণ মিলে নিজেদের টিউশনির টাকা, হাত খরচ, চাকরির বেতন দিয়ে এই উদ্যোগ নেন তারা।

যাদের মোটর সাইকেল আছে সেগুলোকেও কাজে লাগানো হয়। যেসব মধ্যবিত্ত পরিবার ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে চান না তাদের দরজায় ‘ডিস্ট্রয়ার্স পরিবারের পক্ষ থেকে আপনার জন্য উপহার’ লেখা উপহারগুলো পৌঁছে দিচ্ছেন তারা।

ডিস্ট্রয়ার্সের সদস্য মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সৈয়দ সৌমিক বলেন, ‘আসলে নিজের নাম ছড়িয়ে দেওয়া বা ফটোসেশানের জন্য নয়, কারো মুখে একটুখানি হাসি ফুটলেই আমাদের এই কষ্ট স্বার্থক। যদিও এটা কোনো কষ্টের কাজ না। সামর্থ থাকলে আরও বেশি করার চেষ্টা করতাম। আমাদের কারো এমন সামর্থ্য নেই যে আমরা কয়েক হাজার মানুষের পাশে দাঁড়াতে পারব। তবু আমরা কয়েকশত পরিবারে উপহার পৌছে দিতে পেরেছি। শহরের কিছু বৃদ্ধ রিকশা চালককেও দেওয়ার চেষ্টা করেছি। আমাদের গ্রুপের যারা টিউশনি করে এবং ছোটখাটো চাকরি ও ব্যবসা তারাও অনেক সহযোগিতা করেছে।’

 

এনপি-১৫