সিলেট মিরর ডেস্ক
জুলাই ০২, ২০২৫
০৩:০৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৫
০৩:১১ পূর্বাহ্ন
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল কলের মাধ্যমে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে বক্তব্য দেন এবং বিচারকদের হুমকি দেন বলে অভিযোগ আনে তদন্ত সংস্থা। ওই বক্তব্যের একটি অডিওতে “২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” — এমন মন্তব্য পাওয়া যায়, যা তদন্তে প্রমাণিত হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল শেখ হাসিনা ও শাকিল বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল ১৫ মে’র মধ্যে তাদের লিখিত জবাব চাইলেও তারা তা দাখিল করেননি।
প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।
শুনানির জন্য ১৯ জুন অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেন আদালত। পরে অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়।
আদালত অবমাননার আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এ রায় সাজাপ্রাপ্তরা আত্মসমর্পন বা গ্রেফতারের দিন থেকে কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
জিসি / ০১