কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, নমুনা সংগ্রহ

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, নমুনা সংগ্রহ

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে কয়েক দফা বমি করে নন্দলাল সিংহ (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিক মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ২টায় নয়াপত্তন গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

জানা যায়, আদমপুরের নয়াপত্তন গ্রামের মৃত কুঞ্জ রাজ সিংহের ছেলে নন্দ লাল সিংহ একজন মোটরসাইকেল মেকানিক। মঙ্গলবার দুপুরে তিনি কয়েক দফা বমি করে অসুস্থ্ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর স্থানীয়ভাবে আতঙ্ক বিরাজ করে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা ভেবে। পরে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আপতত বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

 

এসডি/আরআর