সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৯, ২০২০
১২:৪৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
১২:৪৫ অপরাহ্ন
ভারতের বেশ ক’জন অভিনেতা বলিউডের পাশাপাশি হলিউডেও বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তাদের মধ্যে একজন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খান। চারদিন আগে মাকে হারিয়ে এবার নিজেই চিরবিদায় নিলেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইরফান খান।
বলিউড ছবির পাশাপাশি হলিউডের ‘নিউ ইয়র্ক আই লাভ ইউ’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘এ মাইটি হার্ট’ সিনেমাগুলোতে সাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। পরবর্তীতে ‘লাইফ অব পাই’ ও ‘ইনফার্নো’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
এছাড়া ২০১২ সালের মার্কিন ছবি ‘দ্য আমেজিং স্পাইডার-ম্যান’-এ অভিনয় করে বেশ প্রশংসিত হন ইরফান খান। এছাড়া ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘জঙ্গল বুক’, ‘দ্য নেমসেক’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন
মৃত্যুর কাছে হার মানলেন ইরফান খান
এএফ/০৬