সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬
০৭:২৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২৬
০৭:২৩ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ আচরণ না করে এবং একতরফাভাবে হামলা চলতে থাকে, তাহলে ১১ দলীয় জোট বসে থাকবে না—সব হামলার জবাব দেওয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে শাপলা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তারা আওয়ামী লীগের সময়কার সন্ত্রাসী রাজনীতির পথ অনুসরণ করছে। তিনি বলেন, ‘তারা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। আওয়ামী লীগের যে সন্ত্রাসী রাজনীতি ছিল, এখন নিজেরাও সেই রাজনীতি শুরু করেছে।’
তিনি বলেন, ‘জনগণ ১১ দলীয় জোটের পক্ষেই রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিপুল ভোটে ১১ দলীয় জোটের প্রার্থী ও প্রতীকের পক্ষে রায় দেবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই গণজোয়ার ঠেকানোর জন্য তারা আতঙ্ক সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে।’
বিএনপি ফ্যাসিবাদের নামে সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে ‘মামলা বাণিজ্য’ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘ভোটের সময় এসে তারা বলছে—ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা স্পষ্ট প্রতারণা।’
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপির ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী আমলে দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাব থেকেও তারা সরে এসেছে। সংস্কারের কথা উঠলেই তারা এসব দাবি মানতে অস্বীকৃতি জানায়।’
পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামলা, মামলা ও সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে।’
তিনি বলেন, ‘১১ দল আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। ভোটের দিন ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন—এই নিশ্চয়তা দিতে ১১ দলীয় জোট মাঠে থাকবে।’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গত ১৭ বছর ধরে যারা দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, সেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এবারের নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে। যারা ফ্যাসিবাদীদের সহায়তা করছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধেও জনগণ রায় দেবে।’
এনসিপির নির্বাচনী ইশতেহার তুলে ধরে নেতারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে দলটি। শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারা।
পথসভা থেকে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি নরসিংদীর উদ্দেশে যাত্রা করে।
আরসি-০৪