নীরবে সম্পন্ন ইরফান খানের দাফন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২০
০৪:৪৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৮:২৫ অপরাহ্ন



নীরবে সম্পন্ন ইরফান খানের দাফন

মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন শক্তিমান অভিনেতা ইরফান খান। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৩টায় তাকে দাফন করা হয়। তার পরিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরোপিত অবরোধের (লকডাউন) কারণে ইরফানের জানাজা ও দাফনে পরিবার, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া দূরের কেউ অংশ নিতে পেরেননি। উপস্থিত প্রত্যেকে শেষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন। এখানে কড়া নিরাপত্তা রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

ইরফানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের চলে যাওয়ার ভিডিও চিত্র নিজের টুইটারে পোস্ট করেন অভিনেতা রণদীপ হুদা।

 

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেছেন ইরফান খান। বুধবার (২৯ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। কোলন সংক্রমণের কারণে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

হাসপাতালে ইরফানের পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে বাবিল ও আয়ান। বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে ইরফানের মরদেহ কবরস্থানে নেওয়া হয়। এ সময় তারা অ্যাম্বুলেন্সেই ছিলেন। অ্যাম্বুলেন্সের একটি ভিডিও শেয়ার করেছেন ‘এক্সট্রাকশন’ ছবির অভিনেতা রণদীপ হুদা।

 

এএফ/০৯