কমলগঞ্জ প্রতিনিধি
মে ০৪, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগানে গত সোমবার (২৭ এপ্রিল) রাতে আকস্মিকভাবে মারা যাওয়া বৃদ্ধ (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার (২ মে) রাতে সিলেটে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তিসহ তার পরিবারের আরও একজন সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছিল। এর মধ্যে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রামণ পাওয়া যায়। বাকি একজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ওই ব্যক্তির সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনকে শনাক্ত করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বৃদ্ধ গত সোমবার সন্ধ্যার আগে চা বাগান প্লান্টেশন এলাকায় গরু খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেন। বাড়িতে ফিরে তিনি ভেজা জামা-কাপড় খুলে আকস্মিকভাবে মাটিতে পড়ে যান। তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন ঘোষণা করে। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল।
আরআর