নাবিল চৌধুরী
মে ০৮, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
১১:২২ পূর্বাহ্ন
হাওরাঞ্চলে চলছে ধান কাটা। ছবি- এইচএম শহিদুল ইসলাম
দেশের হাওরাঞ্চলের ৭ জেলায় বোরা ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম পাচ্ছেন না হাওরাঞ্চলের কৃষকেরা। ৫৫০ টাকা থেকে ৭০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে হচ্ছে তাদের।
কৃষকেরা বলছেন, করোনাভাইরাসের প্রভাবে গণপরিবহন বন্ধ থাকায় বেপারীরা (ক্রেতা) আসতে পারছেন না। ফলে ধানের দাম পাওয়া যাচ্ছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরের ৭ জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৫ হাজার হেক্টর। তবে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও ১০ হাজার হেক্টর বেশি জমিতে। ইতোমধ্যে ৯৫ ভাগ জমিতে ধান কাটা শেষ।
সংশ্লিষ্টরা জানান, এ বছর হেক্টরপ্রতি ধানের ফলন হয়েছে ৩ দশমিক ৯৭ টন। অন্য বছরগুলোতে সাধারণত হাওরে ধানের গড় ফলন হয় ৩ দশমিক ৮৫ টন। সে হিসাবে হাওরে বোরো আবাদে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষক শফিক মিয়া বলেন, ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। ফলন ভালো হয়েছে। দামও আছে মোটামুটি। এখন ভেজা ধান ৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
দিরাই উপজেলার কৃষক তারিফ মিয়া বলেন, ধানের ফলন ভালো হয়েছে। বর্তমানে ৫২০ থেকে ৫৫০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। কারণ এলাকায় বাইরের বেপারিরা আসতে পারছে না। তাই ধানের দাম কম।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কৃষক সাদিক ইসলাম বলেন, প্রথম দিকে ৭৫০ থেকে ৭৭০ টাকা মণে ধান বিক্রি হয়েছে। এখনো শুকনো ধান ৭০০ টাকা মণে বিক্রি হচ্ছে। আর ভেজা ধান ৬২০ টাকায়। সে হিসাবে ধানের দাম কমে গেছে।
এএফ-০৬