সুস্থ হলেন বড়লেখায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি

বড়লেখা প্রতিনিধি


মে ০৯, ২০২০
১১:০৬ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
১১:০৬ অপরাহ্ন



সুস্থ হলেন বড়লেখায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি (৩৫) সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আজ শনিবার (৯ মে) দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।

গত ২৫ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদ্বীপ বিশ্বাস শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি এখন সুস্থ হয়েছেন। এই রোগীকে দু'বার ফলোআপ পরীক্ষার পর দু'বারই তার করোনা নেগেটিভ এসেছে। এরপর সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল তাকে করোনামুক্ত বলে ঘোষণা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দিয়েছে। তিনি এখন বাড়িতে ফিরতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামের ওই ব্যক্তি জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর-কাশি নিয়ে তিনি স্থানীয়ভাবে এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। গত ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতেই আক্রান্ত ওই ব্যক্তির গ্রাম লকডাউন করে প্রশাসন। পরদিন ২৬ এপ্রিল আক্রান্ত ব্যক্তির পরিবার, আশপাশের বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাদের সবার নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসে।

স্থানীয়দের ধারণা, ঢাকা-নারায়নগঞ্জসহ আশপাশের এলাকাফেরত কারও মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সমনভাগ চা-বাগানের বাজারে চা, ছোলা ও পেঁয়াজু বিক্রি করতেন।

 

এজে/আরআর