সিলেটসহ চার বিভাগীয় শহরে প্রায় সব বিপণিবিতান বন্ধ

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৭:১৭ পূর্বাহ্ন



সিলেটসহ চার বিভাগীয় শহরে প্রায় সব বিপণিবিতান বন্ধ

পবিত্র ঈদুল ফিতরের জন্য আজ (১০ মে) থেকে দোকান-শপিং মল খোলার অনুমতি থাকলেও সিলেট ও ঢাকাসহ চার বিভাগীয় শহরের প্রায় সব বিপণিবিতান বন্ধই থাকছে। তিনটি বিভাগে দোকানপাট খুলবে। একটিতে ব্যবসায়ীরা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।  

সিলেট নগরে ঈদের আগে দোকানপাট খোলা হবে না বলে ইতোমধ্যে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানী ঢাকায় বেশির ভাগ বিপণিবিতান বন্ধ থাকবে। এ তালিকায় গতকাল শনিবার যোগ হয়েছে গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকাসহ কয়েকটি বিপণিবিতান। এর আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, মোতালিব প্লাজা, মৌচাক মার্কেট, মিরপুর ১ নম্বর থেকে ১১ নম্বরের বিপণিবিতানগুলো এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান এলাকার মার্কেটগুলো। সব সোনার দোকান বন্ধ রাখার কথা জানিয়েছে তাদের সমিতি।

বাংলাদেশ দোকানমালিক সমিতির প্রাথমিক হিসাব অনুযায়ী, সারা দেশে ৯০ শতাংশ বিপণিবিতান বন্ধ থাকবে। সমিতি বলছে, এতে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যাবে।

তবে ঢাকায় কিছু কিছু ব্যবসাকেন্দ্র এবং ব্র্যান্ডের পোশাক, জুতা ইত্যাদির দোকান খুলবে। এ তালিকায় রয়েছে পুরান ঢাকার কাপড়ের বাজার ইসলামপুর, অভ্যন্তরীণ বাজারমুখী পোশাকের পাইকারি ব্যবসা কেন্দ্রের উর্দু রোডের দোকানপাট ও চকবাজারের বিভিন্ন পণ্যের দোকান। খুলছে নিউমার্কেট–সংলগ্ন নিউ সুপার মার্কেট। ঢাকার এলিফ্যান্ট রোডের কিছু দোকান ও রাপা প্লাজা খুলবে বলে নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

চট্টগ্রামে সিংহভাগ বিপণিবিতান বন্ধ থাকছে। রাজশাহীতে আরডিএ মার্কেট, নিউমার্কেটসহ সব ধরনের দোকানপাট কাল থেকে খুলে দেওয়া হচ্ছে। খুলনার ব্যবসায়ীদের মধ্যে বিপণিবিতান খোলা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। তাঁরা আজ সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। বরিশালের ব্যবসায়ীরা বলছেন, সব বিপণিবিতান খোলা থাকবে। কেউ চাইলে বন্ধও রাখতে পারবে। রংপুরে দোকানপাট খুলবে। তবে ময়মনসিংহের ব্যবসায়ীরা না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। 

 

এনপি-০১