নরসিংটিলায় ছাত্রলীগ কর্মী ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক


মে ১১, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন



নরসিংটিলায় ছাত্রলীগ কর্মী ছুরিকাহত

সিলেট নগরের নরসিংটিলায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এসময় পারভেজ নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। 

জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জামিল আহমদের গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। তুষার গ্রপের কর্মী সুহেল আহমদ, জয় ও শাহাদাৎ হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে জামিল গ্রুপের কর্মী পারভেজের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়। আহত পারভেজ নগরের সাগরদিঘিরপাড়ের বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ বলেন, ‘পারভেজ নামে ওই ছাত্রলীগ নেতার ডান পায়ে জখম আছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

 

এনসি-০২/এনপি-১১