নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২০
০৯:২৮ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০৯:২৮ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন শপিং মল-দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন সিলেটের ব্যবসায়ীরা। সেই ঘোষণা অনুযায়ী আজ রবিবার (১০ মে) সিলেট নগরে শপিংমল ও দোকানপাট খুলেনি। তবে ফুটপাত ও সড়কে বিভিন্ন পসরা নিয়ে বসতে দেখা যায়।
কেউ ভ্যানগাড়িতে, কেউ আবার হাতে ভ্রাম্যমাণ ‘আলনা’ নিয়ে ঘুরে বেড়িয়েছেন ক্রেতাদের খুঁজে। কিন্তু তাদের আশা শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয় পুলিশের বাধায়। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নগরের হকারদের উচ্ছেদ করেছে মহানগর পুলিশ।
সকালে সিলেট নগরের জিন্দাবাজারসহ কয়েকটি এলাকায় হকাররা পসরা সাজিয়ে বসেন। ভ্যান ও ঠেলাগাড়িতে করে কাপড়সহ অন্যান্য জিনিসপত্র সাজিয়ে রাস্তায় বসেন তারা। পুলিশ অভিযান চালিয়ে হকারদের সেখান থেকে সরিয়ে দেয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭মে) সিলেট সার্কিট হাউজে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের কোথাও ফুটপাতে বা প্রকাশ্য কোনো স্থানে হকার, ফেরিওয়ালা ও অস্থায়ী দোকানপাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর পুলিশ হকারদের বসতে দেয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আরসি-০৩/এনপি-১৫