নগরে নৈশপ্রহরীর লাশ উদ্ধার, সিসি ক্যামেরায় ধরা পড়ল মৃত্যু দৃশ্য

নিজস্ব প্রতিবেদক


মে ১১, ২০২০
০৫:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৬:১০ অপরাহ্ন



নগরে নৈশপ্রহরীর লাশ উদ্ধার, সিসি ক্যামেরায় ধরা পড়ল মৃত্যু দৃশ্য

সিলেট নগরের কাজলশাহ এলাকা থেকে পার্থ প্রতিম দাস নামে এক নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর ঘটনা ধরা পড়েছে পাশে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাতে। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত পার্থ দাস কাজলশাহ এলাকায় পানসিবাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। গতকাল রবিবার (১০ মে) রাতেও তিনি দায়িত্ব পালন করছিলেন। আজ সোমবার সকালে সড়কে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নিশু দে সিলেট মিররকে বলেন, তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে আমরা ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ফুটেজে দেখা যায়, রাতে তিনি একতলা একটি ভবনের ছাদে দুটি চেয়ার একসঙ্গে করে তিনি ঘুমুচ্ছিলেন। রাত ২টা ৩৩ মিনিটে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খুব সম্ভবত অসাবধানতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না সেটা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানা যাবে।

এদিকে পার্থ প্রতীমের জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ জানতে পেরেছে তিনি সুনামগঞ্জ জেলার ছাতকের বাসিন্দা। কিন্তু সেখানে তার কোনো স্বজনকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। তারা তার পরিবারের খোঁজ করছেন।  

আরসি-০১/বিএ-০৪