কমলগঞ্জে খাবার পেল মণিপুরি মুসলিম ১২০ পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি


মে ১২, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন



কমলগঞ্জে খাবার পেল মণিপুরি মুসলিম ১২০ পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কর্মহীন মুসলিম মণিপুরি সম্প্রদায়ের ১২০টি পরিবারের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা প্রশাসকের পক্ষ থেকে মণিপুরিদের হাতে তুলে দেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

আজ সোমবার (১১ মে) দুপুর ১২টায় আদমপুরের কান্দিগাঁও গ্রামে জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক ও আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন।

 

এসডি/আরআর