বড়লেখায় প্রথম ভার্চুয়াল আদালতে ৪ আসামির জামিন

বড়লেখা প্রতিনিধি


মে ১৫, ২০২০
০৫:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৫:১৪ পূর্বাহ্ন



বড়লেখায় প্রথম ভার্চুয়াল আদালতে ৪ আসামির জামিন

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে (ভার্চুয়াল) ৪টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার পৃথক ৪ মামলার ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো গত ২৬ মার্চ সবধরণের আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করে। এতে বিভিন্ন মামলায় কারাবরণকারী আসামিদের জামিন শুনানি বন্ধ থাকায় তাদের কারামুক্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। কারাবন্দি বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট বিশেষ কিছু মামলার জামিন শুনানির জন্য ভার্চুয়াল কোর্টের অনুমতি প্রদান করেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির জন্য সংশ্লিষ্ট আইনজীবীরা ৫টি মামলা উপস্থাপন করেন। এর মধ্যে ভিডিও কনফারেন্সে পৃথক ৪টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল আদালতে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট দীপক চন্দ্র দাস, অ্যাডভোকেট ইয়াছিন আলী, অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত প্রমুখ। শুনানি শেষে বিজ্ঞ আদালত পৃথক ৪ মামলার ৪ আসামির জামিন মঞ্জুর করেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী জানান, করোনাভাইরাসের কারণে প্রায় ২ মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে জামিন শুনানি করতে না পারায় জামিনযোগ্য মামলায় অনেকে দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। সরকার ও উচ্চ আদালত সম্প্রতি ভার্চুয়াল আদালতে জামিন শুনানির ব্যবস্থা করায় অনেকের দুর্ভোগ লাঘব হচ্ছে। সরকার ও উচ্চ আদালতের ভার্চুয়াল আদালত চালুর এ সিদ্ধান্তে আইনজীবীরাও সন্তুষ্ট।

 

এজে/আরআর