লাউয়াছড়া উদ্যানে ৪টি বন্যপ্রাণী অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি


মে ১৬, ২০২০
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০২:৩৬ পূর্বাহ্ন



লাউয়াছড়া উদ্যানে ৪টি বন্যপ্রাণী অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ৩টায় এসব প্রাণী অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা প্রাণীগুলোর মাঝে ছিল একটি কোবরা সাপ, একটি তক্ষক, একটি মনসা সাপ ও একটি বোড়াল। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব প্রাণী অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী অবমুক্তকালে উপস্থিত ছিলেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সাংবাদিক ভাস্কর হোম চৌধুরী।

 

এসডি/আরআর