জুড়ীতে কর্মহীন মানুষের পাশে প্রবাসীরা

জুড়ী প্রতিনিধি


মে ১৬, ২০২০
০৪:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০৪:২৪ পূর্বাহ্ন



জুড়ীতে কর্মহীন মানুষের পাশে প্রবাসীরা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের কর্মহীন অসহায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন পূর্ব জুড়ীর প্রবাসীরা। তাদের সহযোগিতায় দ্বিতীয় দফায় উপহার পেয়েছে আরও প্রায় ২২০টি পরিবার।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া পূর্ব জুড়ীর প্রবাসীরা সম্মিলিত হয়ে উপহার নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন। 

প্রবাসীদের মধ্যে আছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিন, মোহাম্মদ আব্দুল মুক্তাদির, জামিল আহমদ, রাহেদ উদ্দিন, সালেক সানি, সাহেদ আহমেদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আজমল আলী, ফখরুল ইসলাম, মুজিব আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম, জালাল মিয়া, ইফতেখার, কানাডা প্রবাসী সেলিম উদ্দিন, আজিম আহমদ, ফ্রান্স প্রবাসী রুহেল উদ্দিন, দেলোয়ার আহমদ, হাবিবুর রহমান, কাতার প্রবাসী রিয়াজ আহমদ, সাইন উদ্দিন রুহেল, সুহেল আহমদ, রুমেল উদ্দিন, ইতালি প্রবাসী জাহেদ হাসান, আবু বক্কর ও সৌদি আরব প্রবাসী মুহিবুর রহমান।

প্রথম দফায় গত ২২ এপ্রিল ইউনিয়নের বড়ধামাই, টালিয়াউরা, দক্ষিণ বড় ধামাই (শরীফকোনা) ও ছোট ধামাই গ্রামের প্রায় ৫৩০টি পরিবারে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল। 

দ্বিতীয় দফায় আজ শুক্রবার (১৫ মে) দুপুরে পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর, দুর্গাপুর, জামকান্দি ওয়ার্ডের আরও প্রায় ২২০টি পরিবারে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দীন, ইউপি সদস্য ইয়াকুব আলী, ছওয়াব আলী, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সমাজসেবক খালেদ হোসাইন অভি, ছাত্রলীগ নেতা রাজিবুর রহমান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, আব্দুল হান্নান, আজিম উদ্দিন, ছবুর, আবু তাহের, জয়নুল আবেদিন, রোমান আহমদ প্রমুখ।

 

এইচআর/আরআর