ওসমানীনগর প্রতিনিধি
মে ১৬, ২০২০
০৬:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ১৬, ২০২০
০৭:১৭ অপরাহ্ন
ওসমানীনগর উপজেলার গৃহবন্দি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ ডাক বাংলায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শতাধিক পরিবারকে আর্থ উপহার দেন তিনি। অনুষ্ঠান শেষে উপজেলার ইসলামী ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ গণমাধ্যমকর্মীদের হাতে শফিক চৌধুরীর পক্ষে উপহার তুলে দেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খাঁন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মুকিদ মিয়া, আওয়ামী লীগ নেতা ইসকন্দর আলী, মামুনুর রশিদ খলকু, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ফয়সল আহমদ, ছাত্রলীগ নেতা সুলেমান খাঁন, রাসেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ‘সাবেক এমপি শফিক চৌধুরী বিশেষ প্রয়োজনে লন্ডনে যান। এরপর দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ কারণে তিনি মাতৃভূমিতে আসতে পারছেন না। তবে লন্ডনে নিজে গৃহবন্দি থেকেও সিলেটের অসহায় লোকদের সহায়তা করে যাচ্ছেন তিনি।
ইউডি/এনপি-১৯