বড়লেখায় হাসপাতালের ওয়ার্ড বয় করোনা আক্রান্ত

বড়লেখা প্রতিনিধি


মে ১৭, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৯:০৮ অপরাহ্ন



বড়লেখায় হাসপাতালের ওয়ার্ড বয় করোনা আক্রান্ত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার করোনাভাইরাস হানা দিয়েছে। ওই হাসপাতালের এক ওয়ার্ড বয়ের (২৮) দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার মুড়াউল গ্রামে। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। 

এ নিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। এরমধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন। 

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার (১৭ মে) দুপুরে বলেন, ‘আক্রান্ত ওয়ার্ড বয়ের রিপোর্ট আজ হাতে পেয়েছি। তাঁর করোনা শনাক্ত হয়েছে। তবে তাঁর করোনার কোনো লক্ষণ বা উপসর্গ ছিল না। তাঁর বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া তাঁর সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ৪০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে।’

এজেএল-০১/এনপি-১৩