সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
ইতালিতে ১০ সপ্তাহের লকডাউনের পর অবশেষে খুলেছে দোকান-পাট, সেলুন এবং রেস্তোঁরা। সোমবার (১৮ মে) থেকেই এ স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। মানুষজন এখন আবার রেস্তোঁরায় বসে কফিতে চুমুক দিতে পারবেন। ধর্মীয় প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছে চার্চগুলোও।
প্রায় আড়াই মাস পর কাজে ফিরতে পারার আনন্দ প্রকাশ করে রোমের এক ক্যাফেতে একজন বলেন, আজকের দিনটা খুব চমৎকার, খুবই খুশির।
ইতালিতে ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত প্রায় ৩২ হাজার জনের মৃত্যু হয়েছে। মৃতের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরই ইতালির স্থান।
ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় ইউরোপে গত মার্চে ইতালিই প্রথম দেশজুড়ে কড়াকড়ি আরোপ করেছিল। গত ৪ মে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। সে সময় বিভিন্ন কারখানা এবং পার্ক খুলে দেওয়া হয়েছিল।
সোমবার দেশটি আরেক ধাপে বিধিনিষেধ শিথিল করেছে। বিভিন্ন এলাকায় মানুষের অবাধ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বন্ধু-বান্ধবের সঙ্গেও আবার সাক্ষাতের অনুমতি পেয়েছে মানুষ।
রেস্টুরেন্টগুলো কমপক্ষে ২ মিটার দূরত্বে টেবিল বসিয়ে ক্রেতাদের খাবার পরিবেশন করছে। বিভিন্ন সেলুনে জমে উঠেছে মানুষের ভিড়।
তবে ব্যবসায়ীদের অনেকে এখনও উদ্বিগ্ন। তারা বলছেন, সবকিছু চালু হলেও সমস্যা রাতারাতি সমাধান হবে না। কারণ, করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে অনেক ইতালীয় নাগরিক এখনও বাড়িতে অবস্থান করছেন।
তাছাড়া, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান যাদের সেই পর্যটকদের আনাগোনাও এখন নেই। সরকার বলছে, আগামী ৩ জুন থেকে ইউরোপের সঙ্গে ইতালির সীমান্ত খুলে দেওয়া হবে। তবে সীমান্ত খোলার সঙ্গে সঙ্গেই যে বিদেশিদের আনাগোনা বাড়বে তেমন আশা নেই।
বিএ-১৪