নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
১০:২৪ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ মুড়ানো ব্যাগ রাস্তায় ফেলে চলে গেছেন দাফন কাজের সঙ্গে জড়িতরা।
আজ সোমবার (১৮ মে) দুপুরে সিলেট নগরের মানিকপীর কবরস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির দাফন কাজ সম্পন্ন শেষে মৃত ব্যাক্তিকে মুড়ানো ব্যাগ রাস্তায় ফেলে চলে যান দাফন কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। এসময় রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে কয়েকেজন যুবক সেই ব্যাগটি জ্বালিয়ে দেন।
এসময় সেখানে উপস্থিত থাকা যুবক অর্ণব চক্রবর্তী সিলেট মিররকে বলেন, ‘আজ সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে আমি মোটরসাইকেলে করে মানিকপীর রোড দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি রাস্তার পাশে লাশ মুড়ানো দুইটা ব্যাগ সেখানে ফেলে রাখা হয়েছে। পরবর্তীতে জানতে পারি কিছুক্ষণ আগে এই মানিকপীড় কবরস্থানে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির দাফন করা হয়েছে। বিষয়টি সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে আমি এবং আমার বন্ধু মিলে সেই ব্যাগ দুইটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই।’
এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির জানাজা এবং দাফনের দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে মৃত ব্যাক্তির ব্যবহার করা সবকিছু মাটিতে পুতে ফেলতে। তবে বিশ্ব স্বাস্থ্যসংস্থার তথ্য অনুযায়ী মৃতদেহের শরীরে ৩ ঘন্টা ভাইরাস থাকে সেক্ষেত্রে আজ যার দাফন হয়েছে তিনি গতরাতে মারা গেছেন তাই এটা খুব একটা ঝুঁকিপূর্ন নয়। তবে তাদেরকে আগামীতে এসব কাজ আরও সর্তকতার সঙ্গে করার জন্য বলা হবে যাতে সাধারণ জনগণের কোনো প্রকার ঝুঁকির সম্ভাবনা না থাকে।
এনএইচ/বিএ-০১