নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২০
১০:১৭ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
১০:৩০ অপরাহ্ন
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ জন রোগী সুস্থ হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত মোট ২৫ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার একজন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারের ৫ জন।
নতুন ২৫ জনসহ সিলেট বিভাগে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে। এর মধ্যে সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। তাদের তেমন কোনো চিকিৎসা প্রয়োজন হয়নি।
এনসি/এনপি-০৫