নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২০
১০:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
১০:৩৬ পূর্বাহ্ন
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারের ২৫ জন।
জানা গেছে, গত ১০ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের হিসেব রাখা শুরু করে। শুরুতে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ৯০ ভাগই ছিলেন প্রবাসী। তবে এখন করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিরাই কোয়ারেন্টিনে থাকছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে তাই করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়েছে। হোম কোয়ারেন্টিনের ব্যাপারে মানুষের মধ্যে প্রথমদিকে একটা ভয় ছিল। কিন্তু এখন তা অনেকটা কেটেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, যারা কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।
এনসি/এনপি-০৬