সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শ কিছু দেশ উপেক্ষা করায় এখন পুরো বিশ্বকেই চড়া মূল্য দিতে হচ্ছে। গতকাল সোমবার (১৮ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চ্যুয়াল বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি এই উষ্মা প্রকাশ করেন।
প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হলো। এতে জাতিসংঘ মহাসচিব ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘একেক দেশ একেক পথে হেঁটেছে। কোনো কোনো ক্ষেত্রে বিপরীত কৌশল অনুসরণ করা হচ্ছে, যার চড়া মূল্য দিতে হচ্ছে আমাদের সবাইকে।’ তিনি বলেন, এখন দক্ষিণ গোলার্ধে করোনা মহামারির বিস্তার ঘটছে। এই গোলার্ধে এই মহামারির প্রভাব আরও ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে।
আন্তোনিও গুতেরেস বলেন, করোনাভাইরাসের এই মহামারি বিশ্ববাসীর জন্য একটি ‘জেগে ওঠার ডাক’। সংকট মোকাবিলায় বিশ্বকে আরও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, তাঁর সংস্থার বিরুদ্ধে করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে, সে সম্পর্কে যত দ্রুত সম্ভব স্বাধীন তদন্ত করে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, ‘এই মহামারি থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার রয়েছে। প্রতিটা দেশ, প্রতিটা সংস্থারই গৃহীত পদক্ষেপ যাচাই করা এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বচ্ছতা, জবাবদিহি এবং অব্যাহত উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এনপি-০৯