বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির উদ্যেগে হাফেজদের অনুদান প্রদান

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২০
০২:১৭ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০২:১৭ অপরাহ্ন



বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির উদ্যেগে হাফেজদের অনুদান প্রদান

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের উদ্যেগে কোরআনে হাফেজদের মধ্যে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কোরআনে হাফেজদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  করোনাভাইরাস নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। আমেরিকা ও লন্ডনে লাশের মিছিল চলছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে হ্যান্ডল করায় আমরা এখনো ঝুঁকিমুক্ত। কিন্তু স্বাস্থ্য নির্দেশনা না মানলে এবং আমরা সতর্ক না হলে ভয়াবহ রূপ নিতে পারে। 

তিনি আরও বলেন, ৭১’ সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বাঙালিরা যেভাবে জেগে উঠেছিলেন, একইভাবে করোনাভাইরাসে নিজে আক্রান্ত হয়েও তারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।  এজন্য আমরা বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকেসহ সকল সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।

কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এ এম এফ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রোগ্রামের মুখপাত্র সাবেক ছাত্রনেতা জুবের আহমদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাব মুহূর্তে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দ উপজেলার দু’শতাধিক কোরআনে হাফেজ, শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিএ-০৮