গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের আবুল খান (২২) ও লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের রোমানা বেগম (২০)।
সোমবার (১৯ মে) সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তারা। সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী।
তিনি বলেন, সোমবার বাড়িতে ফিরেছেন আব্দুল খালিক ও রোমানা বেগম। গতকাল তাদেরকে শামসউদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সিলেটের ল্যাবে করোনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তাদেরকে বাড়িতে হোম কোরেন্টিনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য ৫ ও ৩ মে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে আব্দুল খালিক ও রোমানা বেগমকে শামছুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হাসিমুখে বাসায় ফেরেন তারা।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ১৯ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
এফএম/বিএ-১৫