নিখোঁজ নেতাকর্মীদের পরিবারকে বিএনপির ঈদ উপহার প্রদান

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২০
০৫:৪৩ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০৫:৪৩ অপরাহ্ন



নিখোঁজ নেতাকর্মীদের পরিবারকে বিএনপির ঈদ উপহার প্রদান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দলের নিখোঁজ নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে সিলেট মহানগর বিএনপি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের কাছে উপহার সামগ্রী পাঠিয়েছেন তারা।  

সোমবার (১৮ মে) দিনভর এই উপহারসামগ্রী পৌঁছে দেন মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং ঈদের উপহারসামগ্রী তুলে দেন।  

প্রতিনিধি দলটি পৃথকভাবে নিখোঁজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীর পরিবারের খোজঁ খবর নেন। নেতৃবৃন্দ অবিলম্বে গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করেন। তারা ইলিয়াস আলীর বৃদ্ধা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। এদিকে গুরুতর অসুস্থ ছাত্রদল নেতা দিনারের বাবার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন তারা।

এম ইলিয়াস আলীর পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তারঁ মা ও ভাতিজা সুমন আহমদ, ইফতেখার আহমদ দিনারের পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার বোন জেলা মহিলা দল নেত্রী তাহসীন শারমিন তামান্না ও ভগ্নিপতি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, জুনেদ আহমদের পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার ছোট ভাই হাসান মঈনুদ্দিন সোহেল, আনসার আলীর পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার মা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও মুকুল আহমদ মোর্শেদ, প্রচার সম্পাদক শামীম মজুমদার, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শেখ মো. আলেক্স, দিলোয়ার হোসেন সজীব, ফয়সাল আহমদ, আবুল খয়ের ও সাইদুল ইসলাম প্রমুখ।

বিএ-১৭