গোয়াইনঘাট প্রতিনিধি
মে ১৯, ২০২০
০৭:১৭ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৭:১৭ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত অভিযানে সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে গোয়াইনঘাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাটের নিরাপদ খাদ্য পনিদর্শক মো. রমজান আলী ও থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
এ সময় সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি কাপড়ের দোকানের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, সরকারি নির্দেশনা অনুসারে বিকেল ৪টার পর দোকান বন্ধ থাকার কথা থাকলেও আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় গোয়াইনঘাট বাজারে গিয়ে বেশ কিছু দোকান খোলা পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও এসব দোকানের বিরুদ্ধে দিনের বেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করার অভিযোগ পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএম/আরআর-০৪