কানাইঘাট প্রতিনিধি
মে ১৯, ২০২০
০৮:০২ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৮:০২ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটের অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা খাজা আফজাল হোসেন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে তার ব্যক্তিগত অর্থায়নে কানাইঘাটের বিভিন্ন ওয়ার্ডের ৫০০ পরিবারের মধ্যে প্রথম ধাপে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ এম আবদুল্লাহ, কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, যুবলীগ নেতা মারুফ আহমদ, সেবুল আলী রাজা, আলমাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইয়াহিয়া ডালিম, তাহের আহমদ, আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হুসেন মিজান, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসান আলী রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমআর/আরআর-০৮